কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা

by নিজস্ব প্রতিবেদক
Site Favicon প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ১৭:১৬
A+A-
Reset

জেলার কুয়াকাটায় পুরোদমে চলছে রোপা আমন ধান রোপণ। গত কয়েক বছরের তুলনায় চলতি মৌসুমে কৃষকদের মধ্যে আমন আবাদে আগ্রহ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকা ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কৃষকেরা সময়মতো জমি তৈরি করে চারা রোপণ করতে পারছেন। ফলে এ বছর অনেকেই অন্যান্য ফসল বাদ দিয়ে আমন আবাদে ঝুঁকছেন।

কলাপাড়া উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৩০ হাজার ৮৩০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হবে। এরই মধ্যে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই শতভাগ জমিতে রোপণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কোথাও ট্রাক্টর দিয়ে জমি চাষ, কোথাও আগাছা পরিষ্কার আবার কোথাও দলবদ্ধভাবে চলছে চারা রোপণের কাজ। কৃষকদের যেন ব্যস্ততা থামছেই না। তবে স্থানীয় কৃষকেরা দেশি ধানের পরিবর্তে বেশি চাষ করছেন ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫১, ব্রি ধান-৫২ এবং দেশি সাদা মোটা, জিরা বাদামসহ বিভিন্ন হাইব্রিড জাত।

লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক আবদুল জলিল বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমরা রোপা আমন ধান রোপণে ব্যস্ত হয়ে পড়েছি। কম খরচে বেশি উৎপাদন হওয়ায় সবাই রোপা আমন আবাদে ঝুঁকছে। এ বছর বৃষ্টিও ভালো হয়েছে, তাই সেচের ঝামেলা করতে হয়নি।”

Top Selling Multipurpose WP Theme

উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে জমি প্রস্তুত করে কৃষকেরা ধানের চারা রোপণ করছেন। পানি সেচ ছাড়াই বৃষ্টির পানিতে জন্মানো চারা ভালোভাবে বেড়ে উঠছে, ফলে কৃষকদের অতিরিক্ত কষ্ট করতে হচ্ছে না।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান বলেন, বর্ষা মৌসুমে উপজেলার উঁচু এলাকার জমি অলস পড়ে থাকে। তাই কৃষকদের রোপা আমন চাষে উৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, এ বছর ধানের দাম বেশি থাকায় কৃষকেরা আগ্রহী হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কলাপাড়ায় আমনের বাম্পার ফলন হবে।

তিনি আরও জানান, মৌসুম শুরুর আগে কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ দেওয়া হয়েছে। প্রতিদিন মাঠে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

Top Selling Multipurpose WP Theme

এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন ধানের আবাদ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আপনার পছন্দ হতে পারে